Friday 18 November 2016

হেফাযতের দু‘আ: ৩ বার



(হেফাযতের দু: বার)
بِسْمِ اللهِ الَّذِيْ لاَ يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلاَ في السَّمَاءِ وَهُوَ السَّمِيْعُ العَلِيْمُ
উচ্চারণ : বিসমিল্লা-হিল লাযী লা- ইয়াদুররু মা‘আ ইসমিহী শাইউন ফিল আরদি ওয়া লা- ফিস সামা-ই, ওয়া হুআস সামীউল ‘আলীম
অর্থ: “আল্লাহর নামে, যাঁর নামের সাথে জমিনে বা আসমানে কোনো কিছুই কোনো ক্ষতি করতে পারে না এবং তিনি মহাশ্রোতা ও মহাজ্ঞানী।”
উসমান (রা) বলেন, “রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কোনো বান্দা সকালে ও সন্ধ্যায় তিন বার করে এ দু‘আটি পাঠ করে তবে ঐ দিনে ও ঐ রাতে কোনো কিছুই তার ক্ষতি করতে পারবে না।” হাদীসটি সহীহ।
সুনানুত তিরমিযী ৫/৪৬৫, নং ৩৩৮৮, সুনানু আবী দাউদ ৪/৩২৩, নং ৫০৮৮, সুনানু ইবনি মাজাহ ২/১২৭৩, নং ৩৮৬৯, মুসতাদরাক হাকিম ১/৬৯৫, মাওয়ারিদুয যামআন ৭/৩৭২-৩৭৭।

Friday 23 September 2016

অক্ষমতা , অলসতা , কাপুরুষতা থেকে বাঁচার দুআ

অক্ষমতা , অলসতা , কাপুরুষতা থেকে বাঁচার দুআ-

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ، وَالْجُبْنِ وَالْبُخْلِ وَالْهَرَمِ، وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ

 
আল্লাহুম্মা ইন্নী আউযুবেকা মিনাল আযযি ওয়াল কাসালি , ওয়াল যুবনে ওয়াল বুখলে ওয়াল হারামে , ওয়া আউযু বেকা মিন আযাবিল কাবরি , ওয়া আউযুবেকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাতা । (বুখারী ৬৩৬৭ , মুসলিম ২৭০৬)

Sunday 17 January 2016

zikr after every farz salat and prepare for zannah in sha Allah

দৈনন্দিন দুয়া ও জিকির-Aysha Akhter
16 January at 22:43 ·
  আপনি কি জান্নাতে যেতে চান ? ??
তবে এই আমলগুলো নিয়মিত করুন।
____________________________
১- প্রত্যেক ওযুর পর কালেমা শাহাদত পাঠ করুন (আশহাদু আল্লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াহ্দাহু লা- শারীকা লাহূ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান ‘আব্দুহূ ওয়া রাসূলুহূ)
এতে জান্নাতের ৮টি দরজার যে কোন দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন।(মুসলিম-২৩৪)
.
২- প্রত্যেক ফরজ সলাত শেষে আয়াতুল কুরসি পাঠ করুন এতে মৃত্যুর সাথে সাথে জান্নাতে যেতে পারবেন।
(সহিহ নাসাই, সিলসিলাহ সহিহাহ-৯৭২)
.
৩- প্রত্যেক ফরজ সলাত শেষে ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ্, ৩৩ বার আল্লাহু আকবার এবং ১বার (লা ইলা-হা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু,
লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহুয়া ‘আলা কুল্লি শাই’ইন কাদীর) পাঠ করুন এতে আপনার অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে।(মুসলিম-১২২৮) সেই সাথে জাহান্নাম থেকেও মুক্তি পেয়ে যাবেন কেননা দিনে ৩৬০ বার এই তাসবিহগুলো পড়লেই জাহান্নাম থেকে মুক্ত রাখা হয় আর এভাবে ৫ ওয়াক্তে ৫০০ বার পড়া হচ্ছে।
(মুসলিম, মিশকাত-১৮০৩)
.
৪- প্রতিরাতে সূরা মুলক পাঠ করুন এতে কবরের শাস্তি থেকে মুক্তি পেয়ে যাবেন।
(সহিহ নাসাই, সহিহ
তারগিব, হাকিম-৩৮৩৯, সিলসিলাহ সহিহাহ-১১৪০)
.
৫- রাসুল (সাঃ)-এর উপর সকালে ১০ বার ও সন্ধ্যায় ১০ বার দুরুদ পড়ুন এতে আপনি নিশ্চিত রাসুল
(সাঃ)-এর সুপারিশ পাবেন।
(তবরানি, সহিহ তারগিব-৬৫৬)
.
৬- সকালে ১০০ বার ও বিকালে ১০০ বার সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি পাঠ করুন এতে আল্লাহ তা’লা আপনাকে সৃষ্টিকুলের সমস্ত মানুষ থেকে বেশী মর্যাদা
দান করবেন।
(সহিহ আবু দাউদ-৫০৯১)
.
৭- সকালে ১০০ বার ও সন্ধ্যায় ১০০ বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করুণ এতে কিয়ামতের দিন আপনার চেয়ে বেশী সওয়াব নিয়ে আর কেও উপস্থিত হতে পারবে
না।
(মুসলিম-২৬৯২)
.
৮- সকালে ও বিকালে ১০০ বার সুবহানাল্লাহ, ১০০ বার আলহামদুলিল্লাহ্, ১০০ বার আল্লাহু আকবার এবং ১০০ বার (লা ইলা-হা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু,
লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহুয়া ‘আলা কুল্লি শাই’ইন
কাদীর) পাঠ করুন এতে মক্কায় ১০০ টি উট কুরবানির
চেয়ে বেশী সওয়াব, জিহাদে ১০০ টা ঘোড়া পাঠানোর চেয়ে শ্রেষ্ঠ, ১০০ টি গোলাম আযাদ করার চেয়ে শ্রেষ্ঠ,
এবং পৃথিবীর সব মানুষের চেয়ে বেশী সওয়াব হবে। (সহিহ নাসাই, সহিহ তারগিব-৬৫১)
.
৯- বাজারে প্রবেশ করে- (লা ইলা-হা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়ালাহুল হামদু
য়্যুহয়ী ওয়া য়্যুমীতু ওয়া হুয়া হাইয়ুল লা য়্যামূত, বিয়াদিহিল খাইরু ওয়াহুয়া ‘আলা কুল্লি শাই’ইন
কাদীর)পাঠ করুন এতে ১০ লক্ষ পুণ্য হবে, ১০ লক্ষ পাপ মোচন হবে, ১০ লক্ষ মর্যাদা বৃদ্ধি হবে এবং জান্নাতে আপনার জন্য ১ টি গৃহ নির্মাণ করা হবে।
(তিরমিজি-৩৪২৮,৩৪২৯ শাইখ আলবানী হাদিসটিকে হাসান সহিহ বলেছেন)
.
১০- বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করুন এতে আল্লাহ তা’লা নিজ জিম্মাদারিতে আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন।
(ইবনু হিব্বান-৪৯৯, সহিহ তারগিব-৩১৬)
.
১১- জামাতে ইমামের প্রথম তাকবীরের সাথে ৪০ দিন সালাত আদায় করুন এতে আপনি নিশ্চিত জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবেন।(তিরমিজি, সিলসিলাহ
সহিহাহ-৭৪৭, সহিহ তারগিব-৪০৪)
.
১২- প্রতিমাসের আয়ের একটা অংশ এতিমখানা বা মসজিদ মাদ্রাসা বা গরিব-দুখি, বিধবা ও দুস্থদের মাঝে দান করবেন হোক সেটা অতি অল্প এতে আপনি আল্লাহ তা’লার কাছে জিহাদকারির সমতুল্য হবেন।
(বুখারি-৬০০৭)
.
১৩- মহিলারা ৪টি কাজ করবেন, ১- ৫ ওয়াক্ত সলাত ২- রমজানের সিয়াম, ৩- লজ্জা স্থানের হেফাজত, ৪- স্বামীর আনুগত্য করুণ এতে জান্নাতের যে কোন দরজা দিয়ে
প্রবেশ করতে পারবেন। (সহিহ ইবনু হিব্বান-৪১৬৩, মুসনাদে
আহমাদ-১৬৬১, তবরানি কাবির-৯৯১)
.
১৪- মসজিদে ফজরের সলাত আদায় করে বসে দোয়া জিকির পাঠ করুণ এবং সূর্য উঠে গেলে ২ রাকাত চাসতের সলাত আদায় করুণ এতে আপনি প্রতিদিন নিশ্চিত কবুল ১ টি হজ্জ ও ১ টি উমরার সওয়াব পাবেন আর কবুল হজ্জের সওয়াব জান্নাত ছাড়া আর কিছু নয়।
(তিরমিজি, সহিহ 461)
.
(বি দ্রঃ শিরক, বিদআত ও হারাম ভক্ষণ থেকে দূরে থেকে ইবাদত না করলে কোনই দোয়া কবুল হয় না

Friday 13 November 2015

ফতোওয়া আরকানুল ইসলাম : ইসলামি জ্ঞানের জগতে “ফতোয়া আরকানুল ইসলাম” অত্যন্ত মূল্যবান বই : পবিত্র কুরআন ও বিশুদ্ধ হাদীস মতামত


ফতোওয়া আরকানুল ইসলাম – শায়খ মুহাম্মাদ বিন সালেহ আল উসাইমীন (রহঃ)


সংক্ষিপ্ত বর্ণনাঃ ইসলামি জ্ঞানের জগতে “ফতোয়া আরকানুল ইসলাম” অত্যন্ত মূল্যবান বই। ইসলামের পাঁচটি স্তম্ব অর্থ্যাৎ (ঈমান, নামায, রোজা, হজ্জ ও যাকাত) সম্পর্কে মানুষের প্রশ্নের অন্ত নেই, জিজ্ঞাসার শেষ নেই। তাই নির্ভরযোগ্য প্রখ্যাত আলেমে দ্বীন, যুগের অন্যতম সেরা গবেষক আল্লামা শায়খ মুহাম্মাদ বিন সালেহ আল উসাইমীন (রহঃ) ঐ সকল জিজ্ঞাসার দলীল ভিত্তিক নির্ভরযোগ্য জবাব প্রদান করেছেন। প্রতিটি জবাব পবিত্র কুরআন ও রাসুলূল্লাহ (সাঃ) এর বিশুদ্ধ হাদীস ও পুর্বসুরী নির্ভরযোগ্য উলামাদের মতামত থেকে দেয়া হয়েছে। আশা করি পাঠকের মনের মাঝে লুকিয়ে থাকা অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এ বই থেকে।


ফতোওয়া আরকানুল ইসলাম – ফ্রি ডাউনলোড করতে:>>> http://www.mediafire.com/download/o34cy3rx8vtvo66/Fatwa_Arkanul_Islam_QA.pdf

Thursday 12 November 2015

কুরআন-সুন্নাহ্‌র যিকর ও দু'আ

Main Site-Click on Pic
http://hadithbd.com/hisnul-muslim.php


কুরআন-সুন্নাহ্‌র যিকর ও দু'আ
সূচীপত্র
দৈনন্দিন ও সামাজিক জীবনাচার
সূচীপত্র
পবিত্রতা ও সালাত [নামাজ]
সূচীপত্র
দুশ্চিন্তা, মুসীবত, রোগ ও মৃত্যু
সূচীপত্র

Wednesday 11 November 2015

If somebody recited the last two Verses of Surat Al-Baqara at night, that will be sufficient for him.-Bukhari

Narrated Abu Mas'ud:
The Prophet (ﷺ) said, "If somebody recited the last two Verses of Surat Al-Baqara at night, that will be sufficient for him."
Reference : Sahih al-Bukhari 5009
In-book reference : Book 66, Hadith 31
USC-MSA web (English) reference : Vol. 6, Book 61, Hadith 530
  (deprecated numbering scheme)
💫It was narrated from Abu Mas’ood al-Ansaari (may Allaah be pleased with him) that the Prophet (peace and blessings of Allaah be upon him) said:
“Whoever recites the last two verses of Soorat al-Baqarah at night, they will suffice him.”
Narrated by al-Bukhaari (5009) and Muslim (2714).
Ibn al-Qayyim said in al-Waabil al-Sayyib(132): They will suffice him against any evil that may harm him.
💫It was narrated that ‘Ali (may Allaah be pleased with him) said:
“I did not think that any sane person could sleep without reciting the last three verses of Soorat al-Baqarah.”
In al-Adhkaar (220), al-Nawawi attributed it to the report of Abu Bakr ibn Abi Dawood, then he said:
It is saheeh according to the conditions of al-Bukhaari and Muslim.